কাস্টম রম কি ? অ্যান্ড্রয়েডের কাস্টম রম কি ? What's a Custom ROM for Android? - Bdtunerexpress

Latest

Monday, February 17, 2020

কাস্টম রম কি ? অ্যান্ড্রয়েডের কাস্টম রম কি ? What's a Custom ROM for Android?

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম
বিডিটিউনারএক্সপ্রেস এ আপনাকে স্বাগতম
আজকে আপনাদের সামনে অ্যান্ড্রয়েডের এর কাস্টম রম সম্পর্কে আলোচনা করবো । মজা করে বলেন বা অনেকটা সত্যও বলতে পারেন  আমরা এখন অ্যান্ড্রয়েডের বিশ্বে বাস করছি । আর এই আধুনিক অ্যান্ড্রয়েডের এর বিশ্বে সব থেকে পরিচিত নাম হলো কাস্টম রম । আজকের আমার এই টিউন এ আমি তাই সেই কাস্টম রম নিয়ে আলোচনা করবো । তাই যদি কাস্টমরম সম্পর্কে না যেনে থাকেন তাহলে লজ্জা পাওয়ার কিছু নাই । তো চলুন শুরু করা যাক .........
রম শব্দটা আমাদের সামনে আসলেই আমাদের মাথায় আসে এটা অনলি রিড অনলি মেমরি । যা কেবল রিড করার কাজে ব্যবহার করা হয়ে থাকে । অ্যান্ড্রয়েডের এর কাস্টম রম টা আসোলে কি তা নিয়ে আলোচনা করবো । আর অ্যান্ড্রয়েডের  এর কাস্টম রম নিয়ে সামান্য পরিমানের বিভ্রান্তি আসতে পারে । একটি অ্যান্ড্রয়েডের  এর কাস্টম রম বলতে বোঝায় গুগলের অ্যান্ড্রয়েডের  প্লাটফর্ম এর ভিত্তিতে একটি ফোনের ফার্মওয়্যার প্লাটফর্মকে বোঝায় । অ্যান্ড্রয়েড যেহেতু একটি ফ্রী প্লাটফর্ম সেহেতু যেকোনো  ডেভেলপার তার এই কোড ইডিট বা কোনো রকমের পরিবর্তন করে যে কোনো ভিন্ন ভিন্ন  ডিভাইসে ব্যবহার করতে পারবে । ইউজার তার ডিভাইসের যেকোন বিহ্যাবার পরিবর্তন করার জন্য সে তার ইচ্ছে মত রম এর পরিবর্তন করে ইন্সল দিতে পারবে (সোর্সঃ xda-developers.com)।  রম সাধারণত ডেভেলপার কমিউনিটি দারা পরিচালিতো হয়ে থাকে এতে করে ডেভেলপাররা তাদের ইচ্ছে মত রম কে মুডিং করে ব্যবহার করতে পারে। এর মানে হলো বেশিরভাগ রম গুলা ফ্রী তে ব্যবহার করা হয়ে থাকে । কাস্টম রমগুলি এখন  ফোন, ট্যাবলেট, মিডিয়া প্লেয়ার, স্মার্ট ঘড়ি এবং অ্যান্ড্রয়েড চলমান প্রায় কোনও ধরণের ডিভাইসের জন্য ব্যবহার করা হয়ে থাকে । আমরা যখন কোন স্মার্ট ফোন কিনি তখন আমরা বলে থাকি যে এটাই আমার "কাস্টম রম "বা "স্টক রম" । এটি আসোলে পূর্ব নির্ধারিত অপারেটিং সিস্টেম কে বোঝায় ।

এই রম টি সাধারণত ফোনের প্রস্তুত কারক দারা এর সিমা নির্ধারণ করা থাকে । এই সিমা বর্ধতাকে আপনি চাইলে ব্রেক বা আনলক করে অদিক ইনপ্রুবমেন্ট পেতে পারেন । এতে করে আপনি আপনার ফোনের পার্মমেন্স আগের থাকে অনেক বেরে যাবে । আর আপনার ফোন কে আনলক করতে হলে যে কাজটী করতে হয়ে তাকে আমরা সাধারণত রুম করা বলে থাক  । রুট এক্সেস এর ফলে আপনি আপনার ফোনের সম্পূর্ণ পার্ফরমেন্স পেতে পারেন । অনেক ক্ষেত্রে একে ফ্লাশিং করা বলা হয়ে থেকে এতে করে আপনাকে বেশ কয়েকটি সমস্যার সম্মূক্ষীণ হতে হবে । যেমন আপনার ফোণের কাস্ট রম ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আপনি যদি অনেক সতকর্তার সহিত এই কাজটি করতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন । অনেক অ্যান্ড্রয়েড ফোনের কাস্টম রম এ হাত না দেওয়াই উচিত কারণ অনেক ফোনের কাস্টম রম আনলক করতে গেলে দেখা যায় ফোনের রম একেবারে ড্যামেজ হয়ে যায় । এ ছাড়া আমাদের মাঝে যারা কাস্টম রম এর পূরো পারফর্মেন্স পেতে চান তারা কাস্টম রম কে আনলক করে ব্যবহার করবো । এতে করে আমরা আমাদের ফোনের লিমিটেশন থাকবে না । আজকে এই পর্যন্তই এর পরে আপনাদের কাস্টম রম সম্পর্কে আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন । আমি চেষ্টা করবো সকল সমস্যার সমাধাক করতে ।
ধন্যবাদ সবাইকে ।
সবাই ভালো থাকবেন ।
আল্লাহ হাফেজ :)

No comments:

Post a Comment

How to install adobe premiere pro 2023 - কিভাবে Adobe Premiere PRO আপনার পিসিতে ইন্সটল করবেন

 How to install adobe premiere pro 2023 Download Premiere Elements Open the Adobe Premiere Elements download page in your web browser. Sign ...