অপারেটিং সিস্টেম কি ?অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে থাকে । What is operation system ? How does work operating in devices ? - Bdtunerexpress

Latest

Tuesday, January 14, 2020

অপারেটিং সিস্টেম কি ?অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে থাকে । What is operation system ? How does work operating in devices ?


অপারেটিং সিস্টেম কি ?

অপারেটিং সিস্টেম হলো প্রাইমারি লেভেলের একটি সফটওয়ার যা একটি কম্পিউটার/ ডিভাইসের হার্ডওয়ার ও অন্যন্যু সফটওয়ার কে পরিচালনা করে থাকে । অপারেটিং সিস্টেম সাধারণত “OS” নামে পরিচিত ।
কম্পিউটার বা ডিভাইসের হার্ডওয়ার এর সাথে ইন্টারফেস করে থাকে এবং ডিভাইসে applications  গুলা ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করে থাকে ।

অপারেটিং সিস্টেম কি কাজ করে থাকে ?
অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়ার এর মুল অংশ যা সকল প্রকারের সমস্ত কিছুকে একসাথে রাখে এবং applications ব্যবহারে ইউজার কে সহায়তা করে থাকে । ডিভাইসের হার্ডওয়ার এর সাথে যুক্ত হওয়ার একমাত্র
মাধ্যম হলো অপারেটিং সিস্টেম । এটি কিবোর্ড মাউচ থেকে শুরু করে  Wi-Fi রেডিও, স্টোরেজ ডিভাইস এবং ডিসপ্লে কে পরিচালনা করে থাকে ।  এককথায় বলা যেতে পারে একটি অপারেটিং সিস্টেম কোন ডিভাইসের ইনপুট এবং
আউইপুট ডিভাইস কে পরিচালনা করে থাকে । 




অপারেটিং সিস্টেম গুলি হার্ডওয়ার নির্মাতা এর পরিচালিত নির্দেশনা অনুশরণ করে হার্ড এর সাথে যোগাযোগ কারি ডিভাইস গুলো ব্যভার করে থাকে । অপারেটিং সিস্টেমগুলিতে প্রচুর সফটওয়ার অন্তর্ভুক্ত থাকে
common system services, libraries, and application programming interfaces (APIs) যাতে করে developer রা প্রগ্রাম লিখে রান করতে পারে এই অপারেটিং সিস্টেম এর ভেতরে । অপারেটিং সিস্টেম সাধারণত
ইউজার এবং হার্ডওয়ার এর মধ্যকার সম্পর্ক স্থাপনের কাজে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ অপারেটিং সিস্টেম ইউজার এবং হার্ডওয়ার এই দুইজনের মধ্যকার ইন্টারফেস হিসেবে কাজ করে থাকে। উদহারণ স্বরূপ যখন কোন application কোন কিছু লিখা প্রিন্ট করতে চায়
তখন এটা অপারেটিং সিস্টেমের এর কাছে দিয়ে দেয় । এর পরে অপারেটিং সিস্টেম সঠিক সিগনাল এর মাধ্যমে তা প্রিন্টার ড্রাইভ এর কাছে প্রিন্টের জন্য নির্দেশ করে থাকে । আপনার লিখা প্রিন্ট এর জন্য যে application টি ব্যবহারকরে থাকেন লেখা প্রিন্ট এর সময় এটা ঠিক মত
প্রিন্ট নিবে কি না এটা নিয়ে application এর কোনো মাথা ব্যথা বা দায়িত্ব নেই । লিখা গুলো ঠিক মত প্রিন্ট করার দায়িত্ব সম্পূর্ণ অপারেটিং সিস্টেম এর হাতে ।

অতএব অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের হার্ডওয়ার এবং ইউজার application এর মধ্যকার সম্পর্ক স্থাপন করার মাধ্যম । যেইটার মাধ্যমে হার্ডওয়ার বুঝতে পারে এখন ইউজার কি চাচ্ছে । এবং কি কাজের জন্য হার্ডওয়ার নির্দেশ করে থাকে ।


1 comment:

How to install adobe premiere pro 2023 - কিভাবে Adobe Premiere PRO আপনার পিসিতে ইন্সটল করবেন

 How to install adobe premiere pro 2023 Download Premiere Elements Open the Adobe Premiere Elements download page in your web browser. Sign ...