র্যাম কত প্রকার ? কি কি ? র্যাম এর প্রকারভেদ
র্যাম কত প্রকার ? কি কি
র্যাম কে আমরা কম্পিউটারের অস্থায়ী ম্যামরি হিসেবে জানি । যেখানে প্রধানত তথ্য জমা হয় কিন্তু স্থায়ী ভাবে স্টোর হিসেবে থাকে না । পাওয়ার অফ এর সাথে সাথে র্যাম থেকে লোড হওয়া সকল তথ্য মুছে যায় ।
র্যাম কে প্রধানত ২ভাগে ভাগ করা হয়ে থাকে ।
১.ডায়নামিক র্যাম (DRAM)
২.স্ট্যাটিক র্যাম (SRAM )
১.ডায়নামিক র্যাম (DRAM):
DRAM কে মুলত কম্পিউটারের স্থায়ী মূল মেমরি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে । DRAM এর প্রতিটি সেল একটি সংহত সার্কিটের মাধ্যমে একটি ট্রানজিস্টার এবং ক্যাপাসিটর দ্বারা
গঠিত এবং ক্যাপাসিটরে একটি ডেটা বিট সংরক্ষণ করা হয় । ট্রানজিস্টর সর্বদা ছোট পরিসরের ল্যাক করে থাকে এতে করে ট্রানজিস্টার পরিবর্তন হতে পারে না । কারণ এটার তথ্য একটি অংশে সংগ্রহীত থাকে ।
আর এই কারণে ডাটা গুলুকে জমা রাখতে DRAM প্রতি মিলিসেকেন্ডে রিফ্রেশ করতে হয় ।
২.স্ট্যাটিক র্যাম (SRAM ):
SRAM সধারণত চার থেকে ছয়টি ট্রানজিস্টরের সমন্বয়ে গঠিত হয়ে থাকে । এটি মেমরিতে ডেটা রাখে যতক্ষণ না DRAM এর বিপরীতে সিস্টেমে পাওয়ার সরবরাহ করা হয়, যা পর্যায়ক্রমে রিফ্রেশ করতে হয়।
SRAM র্যাম DRAM এর থেকে অনেক ফাস্টার কাজ করে থাকে । SRAM ফাস্টার হলেউ এটা অনেক ব্যায় বহুল এতে করে এটা কম্পিউটারে ব্যবহার করা হয় কম । অন্যদিকে DRAM এর ব্যয় SRAM র্যাম এর থেকে অনেক কম তাই সকল
কম্পিউটারে DRAM এর ব্যবহার বেশি হয়ে তাকে ।
SRAM র্যাম DRAM র্যাম এর পার্থক্য
SRAM র্যাম এর সার্কিট গুলি নির্মাণে ট্রানজিস্টর এবং ল্যাকগুলি ব্যবহার করা হয়ে থাকে । অন্য দিকে DRAM র্যাম নির্মাণে ক্যাপাসিটর এবং ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে । SRAM র্যাম DRAM র্যাম এর তুলনায় অনেক ফাস্টার হয়ে থাকে ।
SRAM র্যাম ফ্লাশ মেমরির জন্য ব্যবহার করা হয়ে থাকে অন্যদিকে DRAM র্যাম মেইন মেমরির জন্য ব্যবহার করা হয়ে থাকে ।
Thanks For Share This Information
ReplyDeleteRAM কি আর RAM কত প্রকারের হয়
good post, .
ReplyDelete