র‍্যাম কত প্রকার ? কি কি ? র‍্যাম এর প্রকারভেদ ... । What Are RAM Types? - Bdtunerexpress

Latest

Tuesday, January 14, 2020

র‍্যাম কত প্রকার ? কি কি ? র‍্যাম এর প্রকারভেদ ... । What Are RAM Types?

র‍্যাম কত প্রকার ? কি কি ?  র‍্যাম এর প্রকারভেদ 

র‍্যাম কত প্রকার ? কি কি
র‍্যাম কে আমরা কম্পিউটারের অস্থায়ী ম্যামরি হিসেবে জানি । যেখানে প্রধানত তথ্য জমা হয় কিন্তু স্থায়ী ভাবে স্টোর হিসেবে থাকে না । পাওয়ার অফ এর সাথে সাথে র‍্যাম থেকে লোড হওয়া সকল তথ্য মুছে যায় ।
র‍্যাম কে প্রধানত ২ভাগে ভাগ করা হয়ে থাকে ।

১.ডায়নামিক র‌্যাম (DRAM)
২.স্ট্যাটিক র‌্যাম (SRAM )

১.ডায়নামিক র‌্যাম (DRAM): 
DRAM কে মুলত কম্পিউটারের স্থায়ী মূল মেমরি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে । DRAM  এর প্রতিটি সেল একটি সংহত সার্কিটের মাধ্যমে একটি ট্রানজিস্টার এবং ক্যাপাসিটর দ্বারা
গঠিত এবং ক্যাপাসিটরে একটি ডেটা বিট সংরক্ষণ করা হয় ।  ট্রানজিস্টর সর্বদা ছোট পরিসরের ল্যাক করে থাকে এতে করে ট্রানজিস্টার পরিবর্তন হতে পারে না  । কারণ এটার তথ্য একটি অংশে সংগ্রহীত থাকে ।
আর এই কারণে ডাটা গুলুকে জমা রাখতে DRAM প্রতি মিলিসেকেন্ডে রিফ্রেশ করতে হয় ।




২.স্ট্যাটিক র‌্যাম (SRAM ):
SRAM সধারণত চার থেকে ছয়টি  ট্রানজিস্টরের সমন্বয়ে গঠিত হয়ে থাকে । এটি মেমরিতে ডেটা রাখে যতক্ষণ না DRAM এর বিপরীতে সিস্টেমে পাওয়ার সরবরাহ করা হয়, যা পর্যায়ক্রমে রিফ্রেশ করতে হয়।
SRAM র‍্যাম DRAM এর থেকে অনেক ফাস্টার কাজ করে থাকে । SRAM ফাস্টার হলেউ এটা অনেক ব্যায় বহুল এতে করে এটা কম্পিউটারে ব্যবহার করা হয় কম । অন্যদিকে DRAM এর ব্যয় SRAM র‍্যাম এর থেকে অনেক কম তাই  সকল
কম্পিউটারে DRAM এর ব্যবহার বেশি হয়ে তাকে ।

SRAM র‍্যাম DRAM র‍্যাম এর পার্থক্য 
SRAM র‍্যাম এর সার্কিট গুলি নির্মাণে ট্রানজিস্টর এবং ল্যাকগুলি ব্যবহার করা হয়ে থাকে । অন্য দিকে  DRAM র‍্যাম  নির্মাণে ক্যাপাসিটর এবং ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে । SRAM র‍্যাম DRAM র‍্যাম এর তুলনায় অনেক ফাস্টার হয়ে থাকে ।
SRAM র‍্যাম ফ্লাশ মেমরির জন্য ব্যবহার করা হয়ে থাকে অন্যদিকে  DRAM র‍্যাম মেইন মেমরির জন্য ব্যবহার করা হয়ে থাকে ।

2 comments:

How to install adobe premiere pro 2023 - কিভাবে Adobe Premiere PRO আপনার পিসিতে ইন্সটল করবেন

 How to install adobe premiere pro 2023 Download Premiere Elements Open the Adobe Premiere Elements download page in your web browser. Sign ...