র‍্যাম কি ? কম্পিউটারে র‍্যাম এর গুরুত্ব কেমন ? - Bdtunerexpress

Latest

Tuesday, January 14, 2020

র‍্যাম কি ? কম্পিউটারে র‍্যাম এর গুরুত্ব কেমন ?

র‍্যাম কি ? কম্পিউটারে র‍্যাম এর গুরুত্ব কেমন ?
RAM(Random Access memory):
র‍্যাম কম্পিউটার জগতের অনেক গুরুত্বপূর্ণ একটি হার্ডোয়ার অংশ। র‍্যাম যে শুধুমাত্র ডেক্সটপ কম্পিউটারের জন্যই গুরুত্বপূর্ণ এটা ঠিক না । এখন রাম ল্যাপটোপ,স্মার্ট ফোন , এবং গেমিং কনসল এর জন্য ব্যবহার করা হয়ে থাকে ।
র‍্যাম ছাড়া যেকোন সিস্টেমে কাজ করা অনেক ধীর গতি সম্পূর্ণ হবে। এমন কি আমরা যে অ্যাপ্লিকেশন ও গেমস গুলা খেলে থাকি যেই অ্যাপ্লিকেশন বা গেইম গুলাকে চালানোর সময় যদি এটার যায়গা না থাকে তাহলে এটা রান করতে সমস্যা দেখা দিতে পারে । এমনকি আপনার ডিভাইসটি কে স্লো করে  দিতে পারে । কাজ করা বন্ধ করে দিতে পারে যাকে আমরা হ্যাং বলে থাকি ।
আমাদের ডিভাইস গুলা স্লো হয়ে যাওয়ার যে কারণ গুলা রয়েছে তার মধ্যে এটা সব থেকে বড় একটি কারণ । যে কারণটির জন্য আমাদের ডিভাইস গুলো স্লো হয়ে যায় ।
র‍্যাম কি :
কিন্তু আমাদের প্রধান বিষয় হলো র‍্যাম কি ?
র‍্যাম হল কম্পিউটারের অত্যন্ত দ্রুত ধরণের মেমরি । যা আপনার হার্ডিক্স এর থেকে দ্রুত কাজ করে । এখানে আপনার ডিভাইস এর সকল তথ্য অস্থায়ী ভাবে জমা করে থাকে। এটি আপনার প্রোয়জনীয় সকল জিনিস লোড করে রাখতে পারে । যাতে আপনার প্রোয়জন হবার সাথে সাথে এটি আপনার সামনে আপনার প্রোয়জনীয় তথ্য গুলা এনে হাজির করতে পারে।
এটা আপনার ডিভাইসের সিস্টেম থেকে আলাদা , এটা হার্ড ড্রাইভের মত না হার্ড ড্রাইভ মুলতো ইনফরমেশন স্থায়ী ভাবে স্টোর করে থাকে । কিন্তু রাম অস্থায়ী ভাবে লোড করে থাকে পাওয়ার অফ এর সাথে সাথে এটা থেকে সকল তথ্য মুছে যায় ।  র‍্যাম প্রধানত ২ ধরেণের হয়ে থাকে ।





১। ডাইনামিক র‍্যাম (DRAM)
২। স্ট্যাটিক র‍্যাম  (SRAM)
আমরা মুলতো ডাইনামিক র‍্যাম ব্যবহার করে থাকি । ডাইনামিক র‍্যাম এর থেকে স্ট্যাটিক র‍্যাম অনেক বেশি ফাস্টার ।


No comments:

Post a Comment

How to install adobe premiere pro 2023 - কিভাবে Adobe Premiere PRO আপনার পিসিতে ইন্সটল করবেন

 How to install adobe premiere pro 2023 Download Premiere Elements Open the Adobe Premiere Elements download page in your web browser. Sign ...