র্যাম কি ? কম্পিউটারে র্যাম এর গুরুত্ব কেমন ?
RAM(Random Access memory):র্যাম কম্পিউটার জগতের অনেক গুরুত্বপূর্ণ একটি হার্ডোয়ার অংশ। র্যাম যে শুধুমাত্র ডেক্সটপ কম্পিউটারের জন্যই গুরুত্বপূর্ণ এটা ঠিক না । এখন রাম ল্যাপটোপ,স্মার্ট ফোন , এবং গেমিং কনসল এর জন্য ব্যবহার করা হয়ে থাকে ।
র্যাম ছাড়া যেকোন সিস্টেমে কাজ করা অনেক ধীর গতি সম্পূর্ণ হবে। এমন কি আমরা যে অ্যাপ্লিকেশন ও গেমস গুলা খেলে থাকি যেই অ্যাপ্লিকেশন বা গেইম গুলাকে চালানোর সময় যদি এটার যায়গা না থাকে তাহলে এটা রান করতে সমস্যা দেখা দিতে পারে । এমনকি আপনার ডিভাইসটি কে স্লো করে দিতে পারে । কাজ করা বন্ধ করে দিতে পারে যাকে আমরা হ্যাং বলে থাকি ।
আমাদের ডিভাইস গুলা স্লো হয়ে যাওয়ার যে কারণ গুলা রয়েছে তার মধ্যে এটা সব থেকে বড় একটি কারণ । যে কারণটির জন্য আমাদের ডিভাইস গুলো স্লো হয়ে যায় ।
র্যাম কি :
কিন্তু আমাদের প্রধান বিষয় হলো র্যাম কি ?
র্যাম হল কম্পিউটারের অত্যন্ত দ্রুত ধরণের মেমরি । যা আপনার হার্ডিক্স এর থেকে দ্রুত কাজ করে । এখানে আপনার ডিভাইস এর সকল তথ্য অস্থায়ী ভাবে জমা করে থাকে। এটি আপনার প্রোয়জনীয় সকল জিনিস লোড করে রাখতে পারে । যাতে আপনার প্রোয়জন হবার সাথে সাথে এটি আপনার সামনে আপনার প্রোয়জনীয় তথ্য গুলা এনে হাজির করতে পারে।
এটা আপনার ডিভাইসের সিস্টেম থেকে আলাদা , এটা হার্ড ড্রাইভের মত না হার্ড ড্রাইভ মুলতো ইনফরমেশন স্থায়ী ভাবে স্টোর করে থাকে । কিন্তু রাম অস্থায়ী ভাবে লোড করে থাকে পাওয়ার অফ এর সাথে সাথে এটা থেকে সকল তথ্য মুছে যায় । র্যাম প্রধানত ২ ধরেণের হয়ে থাকে ।
১। ডাইনামিক র্যাম (DRAM)
২। স্ট্যাটিক র্যাম (SRAM)
আমরা মুলতো ডাইনামিক র্যাম ব্যবহার করে থাকি । ডাইনামিক র্যাম এর থেকে স্ট্যাটিক র্যাম অনেক বেশি ফাস্টার ।
No comments:
Post a Comment