প্রোগ্রামিং সি++ এর মাধ্যমে "Hello World" প্রিন্ট (বেসিক লেভেল)
"Hello World" প্রিন্ট করা এটি অনেক সিম্পল একটি প্রগ্রাম । যারা প্রোগ্রামিং সি পারেন তাদের জন্য এটি অনেক সহজ একটি বিষয় ।
কারণ প্রোগ্রামিং সি তে আমরা printf() নামের এই সিনট্যাক্স ব্যবহার করে সাধারণত "Hello World" প্রিন্ট করা শিখেছিলাম এবার
সি++ এ "Hello World" প্রিন্ট করা শিখবো । সি++ cout<<""; নামের এই সিনট্যাক্স
ব্যবহার করে সাধারণতে কোনকিছু প্রিন্ট করা হয়ে থাকে । সুতরাং আমরা সি++ এ কোন কিচু প্রিন্ট করতে চাইলে cout<<""; এই সিনট্যাক্স
ব্যবহার করে থাকবো । সি++ "Hello world" প্রিন্ট করার নিয়ম হলো cout<<"Hello world"; এই লাইনটা লিখলেই সি++ এ "Hello world" প্রিন্ট নিয়ে নিবে ।
কিন্তু আরেকটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হলো হ্যাস ইনক্লুড ফাইল #include<iostream> হিসেবে হেডার ফাইল নিতে হবে । এবং এর প্রে মেইন ফাংশানের আগে অবশ্যই
using namespace std; এই লাইন টা লিখে মেইন ফাংশন ডিক্লিয়ার করতে হবে তা না হলে প্রোগ্রাম রান করতে গেলে ইরোর দেখাবে । আশা করি সিভাউ বুঝতে পেরেছেন ভিডিওটি
দেখলে আরো পরিষ্কার হবেন ।
Video Link : Click Here