প্রোগ্রামিং সি এর মাধ্যমে ২টি সংখ্যার যোগ করা
আসসালামুআলাইকুম । কেমন আছেন সবাই ?
আজকের টিউনে আমি প্রোগ্রামিং সি এর মাধ্যমে কিভাবে ২টি সংখ্যা কে যো করতে হয় সেইটা দেখবো । ২টি সংখ্যার যোগ শিখতে হলে আগে অবশ্যই আপনার ভেরিয়েবল সম্পর্কে ধারানা থাকতে হবে । ভেরিয়েবল সম্পর্কে ধারণা না থাকলে আপনি এটা বুঝতে পারবেন না। তো যোগের জন্য সাধারণত ৩টি ভেরিয়েবল এর টাইপ ব্যবহার করা হয়ে থাকে । integer,float,double এই ৩টি টাইপ এর ভেরিয়েবল ব্যবহার করা হয়ে থাকে ।
integer:
integer টাইপে সাধারণত পূর্ণ সংখ্যার ভেলু গুলা ব্যবহার করা হয়ে থাকে । যেখানে সুধু মাত্র পূর্ণ সংখ্যার যোগ করা সম্ভব ।
Float:
Float টাইপের ভেরিয়েবল সাধারণত দশমিক সংখ্যার ভেলু গুলা ব্যবহার করা হয়ে থাকে । যেখানে পূর্ণ এবং দশমিক সংখ্যার দুই টাপের সংখ্যাই যোগ করা সম্ভব । যোগ ফল গুলা দশমিক টাইপ হয়ে আশে ।
Double :
Double টাইপে সাধারণত পূর্ণ সংখ্যার ও দশমিক সংখ্যার ভেলু গুলা ব্যবহার করা হয়ে থাকে । যেখানে পূর্ণ এবং দশমিক সংখ্যার দুই টাপের সংখ্যাই যোগ করা সম্ভব । যোগ ফল গুলা দশমিক অথবা পুর্ণ সংখ্যা টাইপ হয়ে আশে ।
Video Link: Click Here